একটি দিন আর কিছু পরে থাকা সময় ........
বহুদিন ধরে কয়েকটা প্রশ্ন মাথায় হাতরে মরছে।দুহাত ভরে যৌবনের অঙ্ক কষছে মন আর ভাবছে
জীবন আজকে কার বালিশে লিখে রেখেছে তার নাম। যেদিন ঘুমের ঘোরে পিছন দিয়ে তার নারীত্বের
দাম আদান - প্রদান হল , সেইদিন সে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল তার নিজের বাড়িতে, নিজের বালিশে
মাথা রেখে। আজ ও তাকে বালিশে মাথা রাখতে হবে। কিন্তু আজকে তার শেষ রাত। তাই সে অল্প অল্প
করে কুড়িয়ে জড়ো করছে সময়।সেই সময় যে তাকে দিয়েছিল একরাশ খোলা মাঠ আর আকন্ঠ আনন্দ,
সেই সময় যে তাকে আবার এনে ফেলেছে জীবনের শেষ প্রান্তে শেষ খেলা শুরু হবে এখনি।
জীবন আজকে কার বালিশে লিখে রেখেছে তার নাম। যেদিন ঘুমের ঘোরে পিছন দিয়ে তার নারীত্বের
দাম আদান - প্রদান হল , সেইদিন সে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল তার নিজের বাড়িতে, নিজের বালিশে
মাথা রেখে। আজ ও তাকে বালিশে মাথা রাখতে হবে। কিন্তু আজকে তার শেষ রাত। তাই সে অল্প অল্প
করে কুড়িয়ে জড়ো করছে সময়।সেই সময় যে তাকে দিয়েছিল একরাশ খোলা মাঠ আর আকন্ঠ আনন্দ,
সেই সময় যে তাকে আবার এনে ফেলেছে জীবনের শেষ প্রান্তে শেষ খেলা শুরু হবে এখনি।
কুড়িয়ে ধুলো তোর বাড়িতে উঠোন আমার ভগ্নপ্রায়
নতুন কিছু সূর্য ছিল, টুকরো কয়েক আলোর শাড়ি
বেশ করেছিস আমায় বেধে তোর উঠোনে কূটনো কোটে
আমার দীর্ঘ্যশাস .....
~ ভালো থাকিস
No comments:
Post a Comment